ওরাকল এপেক্স অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন।
নিচে কোর্সটি ভালোভাবে সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ Terms & Conditions (শর্তাবলী) দেওয়া হলো:
❖ ওরাকল এপেক্স অনলাইন কোর্স - Terms & Conditions (শর্তাবলী)
১. নিবন্ধন ও পেমেন্ট
- কোর্সে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আগাম নিবন্ধন এবং পেমেন্ট করতে হবে।
- অনুগ্রহ করে বিকাশ পার্সোনাল নম্বরে (01717827489) পরিষেবা চার্জসহ পেমেন্ট করুন।
- একবার কোর্স ফি প্রদান করার পর তা অফেরতযোগ্য।
- আপনারা কিস্তিতে কোর্স ফি পরিশোধ করতে পারবেন।
- নিবন্ধনের পর যদি কোনো প্রশিক্ষণার্থী ব্যক্তিগত সমস্যার কারণে কোর্স বাতিল করতে চায়, তাহলেও ফি ফেরতযোগ্য নয়। তবে পূর্ণ কোর্স ফি পরিশোধ করে পরবর্তী ব্যাচে কোর্সটি করতে পারবেন।
২. ক্লাস সময়সূচি ও উপস্থিতি
- ক্লাস সপ্তাহে ৩ দিন নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
- প্রশিক্ষক অনিবার্য কারণে ক্লাস নিতে না পারলে, তা পরে পুনঃনির্ধারিত হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে।
৩. কোর্স মেটেরিয়াল ব্যবহারের নিয়ম
- সব মেটেরিয়াল শুধুমাত্র আপনার ব্যক্তিগত শেখার জন্য।
- এই কনটেন্ট অন্য কারো সঙ্গে শেয়ার, কপি বা বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৪. সার্টিফিকেট
- শুধুমাত্র যারা সম্পূর্ণ কোর্স সফলভাবে শেষ করেছেন এবং সব ক্লাসে অংশগ্রহণ করেছেন, তারাই সার্টিফিকেট পাবেন।
- অনুপস্থিতি বা অসম্পূর্ণতা থাকলে সার্টিফিকেট প্রদান করা হবে না।
- সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করার পরই সার্টিফিকেট প্রদান করা হবে।
৫. আচরণবিধি
- লাইভ ক্লাস চলাকালীন সকলের সঙ্গে শ্রদ্ধাশীল এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে।
- কোনো বাজে মন্তব্য, মিথ্যা তথ্য প্রদান অথবা অন্য প্রশিক্ষণার্থীকে নিরুৎসাহিত করা যাবে না।
আশা করছি, উপরোক্ত শর্তাবলী মেনে চলবেন এবং কোর্সটি সফলভাবে সম্পন্ন করবেন।
আদেশক্রমে,
ITPOKA